বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে এই সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে আশা জাগিয়েছিল টাইগাররা। এবার মিরপুরে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। .
প্রথমে ব্যাটিংয়ে নেমে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছে জস বাটলারের ইংল্যান্ড। বোলিংয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজ। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ৯ রানে ৩ উইকেট।
আজ (১২ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তথ্য সূত্র আরটিভি নিউজ।