বাংলাদেশের সামনে এবার বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করার হাতছানি। এ লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমেছে সাকিব আল হাসানের দল।
ম্যাচে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে থ্রি-লায়ন্সরা। আর এই ম্যাচে টাইগাররা জিতলেই হোয়াইটওয়াশ হবেন সফরকারীরা।
এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ৪০০তম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত ব্যাট হাতে ৬ হাজার ৭১১ রান ও বল হাতে ৪৪৫ উইকেট শিকার করেছেন সাকিব।
সাকিব অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সঙ্গে দীর্ঘদিন তিন ফরমেটে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের। তথ্য সূত্র আরটিভি নিউজ।