News update
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-27, 3:58pm

image-84436-1679905310-8b2f66922e6100cd1938b723b5c0dd441679911124.jpg




আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সর্বশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলা স্পিনার তানভীর ইসলামের পরিবর্তে এ ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেই নেই তানভীর।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে আয়ারল্যান্ডের নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন পল স্টার্লিং।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হুম ও বেন হোয়াইট। তথ্য সূত্র বাসস।