বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের শুরু। দ্বিতীয় মেয়াদে লাল সবুজের ডেরায় কোচ হয়ে লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের যেন রীতিমতো তাতিয়ে দিয়েছেন। তার আগ্রাসী ক্রিকেটীয় দর্শনে ভয়-ডরহীন ক্রিকেটে সাফল্যও পাচ্ছে টাইগাররা।
ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে চলমান টি-টোয়েন্টি সিরিজ বৃষ্টি আইনে ডার্ক লুইস মেথড পদ্ধতিতে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। তাই আইরিশদের বিপক্ষেও হোয়াইটওয়াশের হাতছানি দিচ্ছে সাকিব বাহিনীর।
আজ (৩১ মার্চ) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা। সাগরিকার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়। সিরিজ নিশ্চিত হওয়ায় বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দল হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। তাই আইরিশদের বিপক্ষে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। তবে শেষ ম্যাচে নতুনদের জায়গা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এতে বেঞ্চের শক্তিও পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন কোচ হাথুরুসিংহে।
আইরিশদের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেনের। এছাড়া পেস আক্রমণে দেখা যেতে পারে চোট কাটিয়ে দলে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও।
জাকের একাদশে জায়গা পেলে ব্যাটিং অর্ডারে শামীম হোসেন পাটোয়ারীকে বিশ্রাম দেওয়া হতে পারে। বোলিং বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নাসুম আহমেদের জায়গায় খেলানো হতে পারে। কোচের চাওয়ায় তরুণ এই লেগ স্পিনারকে দলে নেওয়া হয়েছে। তাকে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা দিতে এর চেয়ে ভালো সুযোগ মেলা ভার।
পেস আক্রমণে বাঁহাতি শরিফুল ইসলামকে দেখা যেতে পারে। প্রথম দুই ওয়ানডে সিরিজে দলে থাকলেও ম্যাচ পাননি শরিফুল। তৃতীয় ওয়ানডে থেকে তাকে বাদ দেওয়া হলেও টি-২০ সিরিজের দলে ডেকে আনা হয়েছে। তাকে ইনজুরির পর ফর্মে ফেরার সুযোগ দিতে চায় ম্যানেজমেন্ট। শরিফুলকে খেলাতে বিশ্রাম পাবেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটকিপার), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।