‘৭৫’, দেশজুড়ে এই সংখ্যাটি বিশেষভাবেই পরিচিত। কারণ, ‘সেভেন্টি ফাইভ’সংখ্যাটির সঙ্গে জড়িয়ে আছে দেশসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসানের নাম। ৭৫ নম্বর জার্সিতেই বিশ্বজুড়ে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে পরিচিত এই অলরাউন্ডার। এমনকি এই সংখ্যাটিকে একটি ব্র্যান্ড হিসেবেও দাঁড় করিয়েছেন তিনি। তবে হঠাৎ করেই সাকিবের শরীরে দেখা মিললো ভিন্ন সংখ্যার জার্সি।
মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর বনশ্রীতে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেন সাকিব। সেখানে তিনি শরীরে চাপালেন ‘৬৭’ নম্বর জার্সি! জার্সির পেছনের দিকে মাঝ বরাবর বেশ বড় করেই লেখা ‘৬৭’। তবে শুধু এই সংখ্যাটিই না, জার্সিটির নিচের দিকে সাকিবের ‘৭৫’ সংখ্যাটিও ছিল। এর সঙ্গে ‘৭৮’ সংখ্যাটিও লক্ষ্য করা যায়।
মুহূর্তেই এই দুটি সংখ্যা সম্বলিত জার্সিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানান কৌতূহল জাগানিয়া প্রশ্ন লাল-সবুজের সমর্থকদের মধ্যে! আসন্ন দুটি বৈশ্বিক আসর এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই দুই সংখ্যা দিয়ে কী বার্তা দিতে চাইলেন সাকিব, এমন প্রশ্নও জেগেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে সাকিব নিজেও এই প্রশ্নের কৌতূহল আরও বাড়িয়েছেন। তার মন্তব্য, এটার জন্য একটা চমক আছে। সেটার জানার জন্য আপনাদের টেলিভিশন পর্দায় চোখ রাখতে হবে।
সাকিব বিষয়টি খোলাসা না করলেও জার্সি নম্বরের প্রসঙ্গে কিছুটা আভাস দিয়েছেন সেই মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং সংশ্লিষ্ট একজন। তার ভাষ্যমতে, ৬৭ নম্বরটি হলো মুঠোফোনের চার্জারের ওয়াট আর ৭৮ হচ্ছে মুঠোফোনের একটি মডেল। এ জন্য চমক রেখে জার্সি নম্বর বদল করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।