News update
  • Nearly 13m displaced people at health risk for funding cuts     |     
  • Sustained support must to prevent disaster for Rohingya refugees     |     
  • UN rights chief condemns extrajudicial killings in Khartoum     |     
  • BNP stance on reforms: Vested quarter spreads misinfo; Fakhrul     |     
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     

আসলেই এটা একটা নাটক’

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-28, 4:07pm

resize-350x230x0x0-image-241637-1695889175-3aa2cf9ed0f665e526b19baf22c3af971695895674.jpg




সময়ের হিসেবে ৭ দিন পরই মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে খেলতে বাংলাদেশ দল ঢাকা ছেড়েছে। তবে বিশ্বকাপ স্কোয়াডে ওপেনার তামিম ইকবালের জায়গা না পাওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামনে এসেছে সাকিব-তামিমের দ্বন্দ্ব ইস্যুটি। পাশাপাশি বোর্ড কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। আর বিশ্বকাপের আগে দল নিয়ে এমন বিতর্কে নাখোশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ওপেনার তামিম ইকবাল দাবি করেন, চোটের কারণে নয় বরং বিসিবির নোংরামির কারণেই বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।

তামিমের বোমা ফাটানোর পরপরই দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিজের নানান অভিমত ও ক্রিকেট বোর্ডের নানান ইস্যুতে কথা বলেন ওয়ানডে অধিনায়ক সাকিব।

সেখানে সাকিব জানান, অধিনায়ক হলেও দল নির্বাচনসহ অনেক বিষয়ে তিনি খুব বেশি সম্পৃক্ত নন। তামিমকে দলে না নেওয়ায় তার কোনো ভূমিকা নেই। এ ছাড়া তামিমের আচরণকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে তার ‘টিমম্যানশিপ’ নিয়ে প্রশ্ন তুলেন সাকিব। তামিমের কঠোর সমালোচনাও করেন সাকিব।

সাকিব-তামিমের এমন কাদা-ছোড়াছুড়ির মাঝেই মধ্যরাতে ফেসবুকে লাইভে আসেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। বিশ্বমঞ্চে লড়াইয়ের আগে এই পরিস্থিতিকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

তার (পাইলট) ভাষায়, আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে...! এটা তো গত তিন বছর ধরে, চার বছর ধরে, গত ওয়ার্ল্ড কাপের পর যে এত দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই বিভিন্ন রকম কোচ নিয়োগ হলো... টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!

পাইলট আরও যোগ করেন, টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ, তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন?

সাবেক এই অধিনায়কের মন্তব্য, দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সে রকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পচাচ্ছেন যে তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকভাবে সাকিবকে পচানো হচ্ছে। সাধারণ মানুষকে তো আসলে বোকা বানানো হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।