News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির নতুন রেকর্ড

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-03, 2:20pm

resize-350x230x0x0-image-246311-1698989242-6768f5a19953f97b237b6bb3a7f530221698999611.jpg




 ওয়ানডে ক্রিকেটে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৭ বার বছরে অন্তত এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন। তার মতো এ অর্জন আর কোনো ব্যাটসম্যানের নামের পাশে ছিল না। এবার শচীনের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার ক্রিকেটার বিরাট কোহলি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ বলে ১১ চারে ৮৮ রানের ইনিংস খেলেছেন কোহলি। এ ইনিংস খেলার পথে ৮ পঞ্জিকা বর্ষে এক হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন তিনি। তাতে ভেঙে গেছে লিটল মাস্টার শচীনের বিরল সেই রেকর্ড।

টেন্ডুলকার প্রথমবার হাজার রান করেন ১৯৯৪ সালে। সেবার ২৫ ইনিংসে করেন ১ হাজার ৮৯ রান। এরপর ১৯৯৬ সালে ৩২ ইনিংসে ১ হাজার ৬১১, ১৯৯৭ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ১১, ১৯৯৮ সালে ৩৩ ইনিংসে ১ হাজার ৮৯৪, ২০০০ সালে ৩৪ ইনিংসে ১ হাজার ৩২৮, ২০০৩ সালে ২১ ইনিংসে ১ হাজার ১৪১, ২০০৭ সালে ৩২ ইনিংসে এক হাজার ৪২৫ রান করেন তিনি।

কোহলির হাজার রানের যাত্রা শুরু হয় ২০১১ সালে। সেবার ৩৪ ইনিংসে তিনি করেন ১ হাজার ৩৮১ রান। এরপর ২০১২ সালে ১৭ ইনিংসে ১ হাজার ২৬, ২০১৩ সালে ৩০ ইনিংসে ১ হাজার ২৬৮, ২০১৪ সালে ২০ ইনিংসে ১ হাজার ৫৪, ২০১৭ সালে ২৬ ইনিংসে ১ হাজার ৪৬০, ২০১৮ সালে ১৪ ইনিংসে ১ হাজার ২০২, ২০১৯ সালে ২৫ ইনিংসে ১ হাজার ৩৭৭ রান করেন তিনি।

এ বছরে হাজার ছুঁতে বৃহস্পতিবার মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ৩৪ রান। শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকসানার বল লং-অনে খেলে সহজেই সিঙ্গেল নিয়ে মাত্র ২০ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। তাতে এ বছর ওয়ানডেতে এক হাজার ৫৪ রান হলো কোহলির।

এদিন শচীনের আরেকটি রেকর্ডে ভাগ বসানোর দ্বারপ্রান্তে ছিলেন কোহলি। লঙ্কানদের বিপক্ষে আর মাত্র ১২ রান করতে পারলেই শচীনের মতো ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি হতো তার। তবে এ দিনও শতকের সুযোগ হাতছাড়া করেন কোহলি। এক ম্যাচ আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করা কোহলির সেঞ্চুরিসংখ্যা এখন ৪৮টি।

প্রসঙ্গত, ওয়ানডেতে এ বছর কোহলির মতো এক হাজার করে রান করেছেন শুভমান গিল, পাথুম নিসাঙ্কা ও রোহিত শর্মা। এক হাজার ৪২৬ রান নিয়ে সবার শীর্ষে গিল, এক হাজার ১০৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিসাঙ্কা। এক হাজার ৬০ রান নিয়ে তৃতীয় স্থানে রোহিত। আর এক হাজার ৫৪ রান নিয়ে চারে কোহলি। তথ্য সূত্র আরটিভি নিউজ।