বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের পাশে আরও একটি বিশেষণ যুক্ত হয়েছে। ক্রিকেটাঙ্গন থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন দেশসেরা এই ক্রিকেটার। এবার নিজ নির্বাচনী এলাকায় ফিরে সংবর্ধনায় সিক্ত হয়েছেন মাগুরার এই ক্রিকেটার।
বুধবার (২৯ নভেম্বর) ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দুপুর ২টার দিকে তিনি মাগুরায় পৌঁছান সাকিব। এ সময় তাকে বরণ করতে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার গড়াই নদীর কামারখালী ব্রিজ এলাকায় ভিড় করেন কয়েক হাজার সমর্থক। সেখানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। কালো রঙের একটি ছাদ খোলা গাড়িতে সড়ক অতিক্রম করার সময় দু’পাশের জনতা ফুলের পাপড়ি সিটিয়ে তাকে অভিবাদন জানান। এ সময়ে হাস্যোজ্জ্বল-প্রাণবন্ত ও সাবলীল ভঙ্গিতে তাদের অভিবাদন গ্রহণ করেন সাকিব।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে সাকিবের।
এরপর মাগুরার ঢাকা রোড বাসস্ট্যান্ড হয়ে তিনি জামরুল তলায় দলীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে সাকিব আল হাসানসহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু ও মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী বীরেন শিকদার বক্তব্য রাখেন ।
সাকিব আল হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য মডেল। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারবো। এর চেয়ে গর্বের কিছু নেই। মাগুরা-১ আসনের বিষয়ে শেখ হাসিনা আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি সংসদ সদস্য আমার সাইফুজ্জামান শিখরের হাত ধরে এই নির্বাচনী এলাকায় সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। তথ্য সূত্র আরটিভি নিউজ।