News update
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     

হাসারাঙ্গার ঘূর্ণিতে ইতিহাস গড়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-01-19, 12:03pm

gdhdh-9a5ca1dc7223919f355064d85d67203a1705644270.jpg




কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে হাসারাঙ্গার ঘূর্ণিতে টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড সর্বনিম্ন ৮২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় লঙ্কানরা।

এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে তিনাশে কামুনহুকামুয়ি ও ব্রায়ান বেনেট জুটিতে আসে ৩২ রান। ১২ রানে তিনাশে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রোডেশিয়ানরা। ১৮ রান তুলতেই ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৮২ রানেই গুটিয়ে যায় রোডেশিয়ানরা।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বেনেট। সেটাও আবারও মাত্র ১২ বলে। এ ছাড়া উইলিয়ামস ১৫ ও সিকান্দার রাজা ১০ রান করে আউট হয়েছেন। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেননি।

লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা একাই ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মাহিশ থিকশানা দুটি করে উইকেট নিয়েছেন। দিলশান মাদুশঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার শিকার একটি করে উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় লঙ্কানরা। কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ওপেনিং জুটিতে আসে ৬৪ রান। এরপর ৩৩ রানে মেন্ডিস ফিরলেও শেষ পর্যন্ত ২৩ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন নিশাঙ্কা। এ ছাড়া ১৫ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া।

জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন টেন উইলিয়ামস।

২০২২ সালে এশিয়া কাপ শিরোপার পর লঙ্কানদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। এই জয়ে রেকর্ডও গড়েছে লঙ্কানরা। রান তাড়া করতে নেমে লঙ্কানদের সবচেয়ে বড় জয় এটি। এর আগে, ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছিল লঙ্কানরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।