News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

বড় দুঃসংবাদ পেলেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-02-14, 3:49pm

images-4-888bd51390919686a38ec8daa65e62d81707904350.jpeg




দীর্ঘ পাঁচ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার দলপতিকে টপকে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার বনে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

এতদিন আফগান অলরাউন্ডারের সঙ্গে বেশ বড় ব্যবধান রেখেই শীর্ষে ছিলেন সাকিব। তবে ইনজুরি, চোখের সমস্যাসহ বেশ কিছু কারণে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিবের। এবার এর আঁচ পড়ল র‍্যাঙ্কিংয়েও।

৫০ ওভারের ফরম্যাটে ১ হাজার ৭৩৯ দিন অর্থাৎ ২০১৯ সালের ৭ মে থেকে (৯ ফেব্রুয়ারি পর্যন্ত) শীর্ষে ছিলেন সাকিব। এ সময়ের মধ্যে একবারও অবনমন হয়নি তার। যা ওয়ানডে অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা সবচেয়ে দীর্ঘ সময় থাকার রেকর্ডও বটে।

অন্যদিকে বিপিএল থেকে ছুটি নিয়ে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন নবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। বল হাতে এক উইকেটও নেন নবি। এরপর সাকিবকে টপকে এক নম্বর অলরাউন্ডার বনে গেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এ ছাড়া বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।

আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। অন্যদিকে ২৮৮ রেটিং পয়েন্টে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

ওয়ানডেতে রাজত্ব খোয়ালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার পোস্টারবয়। ২৫৬ রেটিং পয়েন্টে শীর্ষে তিনি। আর ২১৭ রেটিং পয়েন্টে দুইয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

অন্যদিকে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুইয়ে আছেন একই দলের রবিচন্দ্রন অশ্বিন। তিনে আছেন সাকিব। তথ্য সূত্র আরটিভি নিউজ।