প্রস্তুত মঞ্চ, প্রস্তুত দলগুলো। কমতি নেই দর্শকদের আগ্রহেরও। কেননা, লড়াইটা দেশসেরা প্রিমিয়ার লিগে সেরা হওয়ার, লড়াইটা সম্মান রক্ষার। বিপিএলের শিরোপা ঘরে তুলতে ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে দু’দলের দেখা হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিপিএলের অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও শিরোপা অক্ষুণ্ণ রাখতে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি। মাঠের পারফরম্যান্সে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে লিটন, জাকের আলি, কায়েস, তাওহীদদের সঙ্গে দলটিতে রয়েছে মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো ভিনদেশী অলরাউন্ডার।
ফাইনালে কুমিল্লার একাদশে পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত। ফাইনালে নিশ্চিতভাবেই একাদশে ফিরবেন ফিজ। সেক্ষেত্রে পেসার মুশফিক হাসানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে শিরোপার লড়াইয়ে পিছিয়ে থাকে চায় না দেশি-বিদেশি খেলোয়াড়ে ভরা ফরচুন বরিশাল। তামিম, মাহমুদউল্লাহ, মায়ার্সদের সঙ্গী হয়ে শেষ বেলায় আত্মবিশ্বাসের পারদ বাড়িয়েছেন ডেভিড মিলার। আর তাই দশম আসরে প্রথম শিরোপার স্বপ্ন বুনছে ফরচুন বরিশাল।
এলিমিনেটরে চট্টগ্রামকে উড়িয়ে নতুন যাত্রা শুরু হয় বরিশালের। দ্বিতীয় কোয়ালিফায়ারেও সাকিব-সোহানদের বিপক্ষে সহজে জয় পেয়েছে তামিম ইকবালের দল। তাই শেষ ম্যাচের একাদশ নিয়েই শিরোপা মিশনে নামতে পারে বরিশাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেড ম্যাককয় ও জেমস ফুলার। তথ্য সূত্র আরটিভি নিউজ।