সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে ছিল লাল-সবুজেরা। তবে দ্বিতীয়টিতে ৩ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। তাই বাড়তি গুরুত্ব পেয়েছে শেষ ম্যাচটি।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সেরা একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম দুই ওয়ানডেতে ‘ডাক’ মেরে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েন লিটন কুমার দাস। এই ওপেনারের পরিবর্তে দলে ডাক পড়ে জাকের আলীর। তবে তিনি সুযোগ পাননি। লিটনের পরিবর্তে এনামুল হক বিজয় একাদশে সুযোগ পেয়েছেন।
ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া দুই ম্যাচে টানা ব্যর্থতার কারণে বাদ পড়েছেন তাইজুলও। এতে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন।
অন্যদিকে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মহীশ তিকশানা।
বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।