News update
  • US unveils new Patriot missiles for Ukraine in $6 bn aid package     |     
  • Son kills mother in Chandpur for 'refusing to get him married'     |     
  • Dhaka’s air quality sixth worst in the world Saturday morning     |     
  • Strike on Iraq gas complex kills 4 Yemenis      |     
  • OIC Welcomes Independent Review Panel’s Report on UNRWA     |     

৫ উইকেট প্রয়োজন তাইজুলের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-03-29, 7:12pm

image-132288-1711713217-d24a3e1cbcb954c0b6b3a8508c0446101711717938.jpg




বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে লংগার ভার্সনে  ২শ উইকেট ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এজন্য আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তাইজুলের।

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ৪৫ টেস্টের ৮০ ইনিংসে এখন পর্যন্ত ১৯৫ উইকেট শিকার করেছেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩১ দশমিক ৩১।

তাইজুলের আগে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্টে ১১১ ইনিংসে ৩১ দশমিক ০৬ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন সাকিব।

৪২ ম্যাচের ৭৩ ইনিংসে ১৬৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ শিকারী স্পিনার মেহেদি হাসান মিরাজ।

সিলেটে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল। পাশাপাশি ব্যাট হাতে ৫৩ রান করেছেন তিনি। বাসস