মাঠে বিবর্ণ পারফরম্যান্সের কারণে মাঠের বাইরের নানা ইস্যুতে সমালোচনায় পড়তে হয়েছে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের। বিশেষ করে গত ১৯ দিনের মধ্যে মাত্র পাঁচদিন অনুশীলন করেছে নাজমুল শান্তরা। সুযোগ থাকার পরও এত কম অনুশীলন নিয়ে হচ্ছে সমালোচনা। বিষয়টির জবাব দিলেন পেসার তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মাঠে বাইরের ইস্যুতেই বেশি আলেচনায় ক্রিকেটাররা। গত রোববার ডালাসে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশের চার ক্রিকেটার একটা অনুষ্ঠানে গেছেন। জানা গেছে, স্থানীয় এক মসজিদের জন্য চাঁদা তোলাই ছিল যেটির উদ্দেশ্য। এর আগে সাকিব আল হাসানের উদ্যোগে আরেকটি অনুষ্ঠানে অংশ নেন স্কোয়াডের সব ক্রিকেটার। অন্যান্য দলগুলো যেখানে প্রতিটা অনুশীলন সেশনের সুবিধা কাজে লাগাচ্ছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট অনুশীলন করছেন কি না? তা নিয়েও উঠেছে প্রশ্ন।
এই বিষয়ে মুখ খুলেছেন পেসার তাসকিন আহমেদ। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিককের তিনি বলেন, ‘'শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে। আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।'
তাসকিন আরও বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। তারপরও বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক করে তাকে রাখা হয় স্কোয়াডে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দলের বাইরে থেকে ফেরার লড়াইয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তাসকিন। সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই দেখা যাবে তাকে।