News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

সৌম্যর ডাকের বিশ্বরেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-08, 9:39am

gsgewtwet-00a68bd91d07b1b31b163e031a325bf01717817968.jpg




আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেলেন সৌম্য সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ডাক মেরেছেন বাঁহাতি এই ওপেনার। এতে গড়েছেন বিশ্বরেকর্ড। এখন পর্যন্ত ১৩ বার ডাক মেরেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বেশি সংখ্যকবার শূন্য রানে আউটের রেকর্ড। তবে এটা সৌম্যর একার দখলে নেই। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও ১৩ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।

এই তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে।

ডালাসে লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য। আরটিভি