প্রভিডেন্স স্টেডিয়ামে ৫ উইকেটে ১৭৪ রানের টার্গেট দিয়েছিল উইন্ডিজ। এই স্কোর যে উগান্ডার সামনে বড় সংগ্রহ, তা কেউ স্বীকার করতে বাধ্য হবেন।
এখন তো সেটা জলের মতো পরিষ্কার। ৩৯ রানেই ইনিংস গুটিয়ে গেল তাদের, সহআয়োজকরা জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের জয় আছে শ্রীলঙ্কার।
রান তাড়া করতে নামা উগান্ডাকে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন আকিল হোসেন। বাঁহাতি স্পিনার ১১ রান দিয়েই নেন ৫ উইকেট। উদ্বোধনী জুটিটা ভাঙেন তিনিই। ওপেনার রজার মুকাসাকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।