News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-07-30, 8:30am

image-146431-1722259048-49ed527e51eff6b8b954e189aa7ce0811722306711.jpg




ওয়ানডে ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

২০২৭ সালের আগে  টি-টোয়েন্টি ফর্মেটে  অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের আয়োজক  ভারত। আরও একবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারনে ২০২৫ সালের এশিয়া কাপ সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হবে।

সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারন করা হয়।

২০২৭ সালে ওয়ানডে ফর্মেটে বিশ^কাপ যৌথভাবে  আয়োজন করবে  দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া।  এজন্য ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

২০২৫ ও ২০২৭ সালে ৬টি দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। টেস্ট খেলা এশিয়ার পাঁচ দেশ সরাসরি খেলবে। বাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে।বাসস।