News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

সাকিবকে নিয়ে গুঞ্জন, শিশিরের দীর্ঘ স্ট্যাটাস

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-15, 10:21am

hreyery-ccda2ea54dc4b3e352e93779c61bc1251723695681.jpg




বিতর্ক যেন পিছু ছাড়ে না জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নীরব থেকে এমনিতেই তোপের মুখে রয়েছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেখানে সাকিবের সঙ্গে দেখা গেছে অন্য এক নারীকে। বিষয়টি নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে।

বুধবার (১৪ আগস্ট) ভাইরাল হওয়া ভিডিওতে থাকা সেই নারীকে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল বলে দাবি করছেন নেটিজেনরা।

এদিকে বিষয়টি নিয়ে রাতভর নানান সমালোচনা হয়েছে। এমনকি সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিবের সঙ্গের অনেক ছবিই ডিলেট করেছেন তিনি। তবে সকালেই ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে সাকিবের পক্ষ নিয়েছেন শিশির। তিনি জানিয়েছেন, সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী। এমনকি এই দম্পতির সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও জানিয়েছেন সাকিবপত্নী।

স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন, ‘আপনার হয়তো তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’

শিশির লিখেছেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশির ভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

এরপরেই অনলাইনে গুঞ্জন না ছড়াতে অনুরোধ জানিয়েছেন সাকিবপত্নী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, ‘যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।’

শিশির লিখেছেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশাআল্লাহ।’

ওই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন শিশির। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’ আরটিভি