News update
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     

সাইম ও শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়াল পাকিস্তান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-21, 7:50pm

rytt45-5af2e154f1281f67f4edaa1e17dbfc511724248220.jpg




নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর মাঠে গড়ায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন। টস জিতে ফিল্ডিংয়ে নেমে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মাত্র ১৬ রানেই তিন উইকেট হারায় স্বাগতিকরা সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে নিজের ফিফটি তুলে নেন আইয়ুব। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১০ রান। ৯০ বলে ৫৪ রানে সাইম আইয়ুব* এবং ৫৪ বলে ৪১ রান করে অপরাজিত আছেন শাকিল।

এদিন রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি ছিল। বৃষ্টি থামার পরও ঘণ্টা দুয়েক সময় লেগেছে মাঠ খেলার উপযুক্ত করতে। তাতে পিছিয়েছে খেলা শুরুর সময়। বিলম্বে টস হয় স্থানীয় সময় দুপুর ২টায়। খেলা শুরু হয় স্থানীয় সময় আড়াইটায়।

ভেজা উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পায়। বাংলাদেশি পেসাররা আজ সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। নতুন বলে দারুণ সুইং পেয়েছেন শরিফুল। হাসান মাহমুদও লাইম-লেন্থ বজায় রেখে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন।

নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ব্রেকথ্রু পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান মাহমুদ। স্লটে পেয়ে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান আবদুল্লাহ শফিক, ঠিকমতো টাইমিং না হওয়ায় বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা জাকির হাসান শুন্যে ভেসে বল তালুবন্দি করেন। ১৪ বল খেলে ২ রান করে শফিক বিদায় নেওয়ায় ৩ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি।

৭ম ওভারে শান মাসুদকে ফেরান শরিফুল। এই বাঁহাতি পেসারের ব্যাক অব লেংথে করা বল মিড অফের দিকে খেলতে চেয়েছিলেন মাসুদ, ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। কিন্তু জোরালো আবেদনেও সাড়া দেননি আম্পয়ায়ার, রিভিউ নেন শান্ত। তাতে দেখা যায়, ব্যাটের কানা ছুঁয়ে গ্লাভসে জমা পড়েছে বল, ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ১১ বলে ৬ রান করে ফেরেন মাসুদ।

দ্রুত দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে দায়িত্ব ছিল দলকে টেনে তোলার। কিন্তু পারলেন না। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন শরিফুল। খাটো লেংথের সেই বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন বাবর। ডাক খেয়ে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। আরটিভি