News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

পাকিস্তানি ব্যাটারদের দাপটে প্রথম সেশনে চাপে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্ট

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-22, 2:04pm

rtertert-0d92f767aa1f729402b87b760e7133e81724313867.jpg




দুই পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে থামাতে পারছে না বাংলাদেশ। তাদের ব্যাটে প্রবলভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শতকের পথে এগিয়ে চলেছেন শাকিল-রিজওয়ান। ১১৪ রানে সর্বশেষ উইকেট হারায় স্বাগতিকরা। সেটিও গতকাল। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের শুরু থেকেই ক্রিজে থিতু তারা। প্রথম সেশনে দুজন মিলে পাত্তাই দেননি বাংলাদেশি বোলারদের। সবমিলিয়ে রাওয়ালপিন্ডিতে প্রথম সেশন চাপে থেকেই কেটেেছ সফরকারীদের। 

এই জুটি ১৪২ রান করেছে ইতোমধ্যে। পাকিস্তানের সংগ্রহ ছাড়িয়েছে আড়াইশ। শরিফুল-হাসানরা তো বটেই, পেস বদলে স্পিনে আসা সাকিব আল হাসানও পারছেন না জুটি ভাঙতে। দ্বিতীয় দিনে আজ বেশ চাপেই আছে বাংলাদেশ। চার উইকেটে ২৫৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। প্রথম সেশনে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। শাকিল ৮৬ ও রিজওয়ান অপরাজিত ৮৯ রানে।

বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলছে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষ হয়েছিল সমানে-সমান। পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, পাকিস্তান তুলেছিল ১৫৮ রান। টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নেমেছে দুদল। গতকাল বৃষ্টিতে ম্যাচের প্রায় অর্ধেক সময় খেলা না হলেও, আজ সময়মতো শুরু হয়েছে খেলা।

ব্যক্তিগত ৫৭ রান নিয়ে সৌদ শাকিল এবং ২৪ রানে অপরাজিতে থেকে দিন শেষ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান।

রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে লড়াই সমানে সমান 

টস জিতে বোলিং বেছে নেয় বাংলদেশ। ইনিংসের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ১৬ রানে তুলে নেন পাকিস্তানের তিন উইকেট। তবে, ভালোভাবে দিন শেষ করতে পারেননি শান্ত-শরিফুলরা। ১১৪ রানে ঘটে প্রতিপক্ষের চতুর্থ উইকেটের পতন। চার উইকেটে ১৫৮ রান নিয়ে প্রথম দিনেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর রিজওয়ান ও শাকিল মিলে গড়েন প্রতিরোধ। এই জুটিতে ভর করেই দিনের বাকি অংশ লড়াই করে পার করে পাকিস্তান।