News update
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     

ব্যাটিং দৃঢ়তায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-23, 8:52pm

qwqwqwqw-04cac0540031555d7096726f9b3c07791724424736.jpg




নের শুরুতে আশা দেখিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। শেষটা রাঙিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। চারজনই হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি। চার ব্যাটারের দৃঢ়তায় রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (২৩ আগস্ট) টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান। দিন শেষে উইকেটে ছিলেন লিটন দাস ও মুশফিক। ১২২ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক। লিটন ব্যাট করছিলেন ৫২ রানে।

পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ তৃতীয় দিন দুই ওপেনার সাদমান ও জাকির হাসান মিলে ভালো শুরুর আভাস দেন। তবে এই জুটি টিকল না বেশিক্ষণ। দলীয় ৩১ রানে জাকিরের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। ৫৮ বলে ১২ রান করা জাকিরকে নিজের শিকার বানান নাসিম শাহ।

ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। দলীয় ৫৩ রানে খুররম শাহজাদে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। দুই চারে ৪২ বলে ১৬ রান করেন শান্ত।

জোড়া ধাক্কার পর সাদমান ও মুমিনুলের পথে আলো দেখে বাংলাদেশ। এই জুটিতে ভর করে লড়াই জমায় সফরকারীরা। উইকেটে থিতু হয়ে দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি। তবে ক্যারিয়ারের ১৯তম পঞ্চাশ ছুঁয়েছে থেমে যান মুমিনুল। ৭৫ বলে হাফসেঞ্চুরি করা মুমিনুল থামেন পরের বলেই। ঠিক ৫০ করেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

মুমিনুল ফিরলেও উইকেটে থিতু হয়ে যান সাদমান। ১২৩ বলে ছয় চারে ৫০ এর ঘর পার করা সাদমান হাঁটেন সেঞ্চুরির পথে। কিন্তু নার্ভাস নাইনটির ঘরে থামতে হলো তাকে। সেঞ্চুরির আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরেছেন বাংলাদেশি ওপেনার।

দলীয় ১৯৯ রানের মাথায় সাদমানকে ফিরিয়েছেন মোহাম্মদ আলি। ৯৩ রানে তাকে বোল্ড করেন আলি। উইকেটে থেকে ১৮৩ বলে হাঁকিয়েছেন ১২ বাউন্ডারি। সাদমানের বিদায়ের পরপর চা বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে বাংলাদেশ পায় আরেকটি চমৎকার জুটি। মুশফিক ও লিটন মিলে বাংলাদেশকে টানেন দিনের শেষ ভাগে। তবে এর ফাঁকে উইকেটে এসে ফিরে যান সাকিব আল হাসান। অনিয়মিত বোলার সাইম আইয়ুবের অফ স্পিনের ফাঁদে পড়ে বিদায় নেন সাকিব। সাইমের করা ওভারের চতুর্থ বলে কাভার ড্রাইভের চেষ্টায় মাসুদের হাতে ধরা পড়েন বাঁহাতি অলরাউন্ডার। ১৬ বলে দুই চারে ১৫ রান করে থামেন সাকিব।

শেষ দিকে মুশফিক আর লিটনের ষষ্ঠ উইকেটে ১১৮ বলে  ৯৮ রানের জুটিতে দিন পার করে বাংলাদেশ। যে জুটিতে চড়ে এই টেস্টে আশা দেখছে বাংলাদেশ। পাকিস্তানের রানের থেকে আর মাত্র ১৩২ রান দূরে থেকে আগামীকাল টেস্টের চতুর্থ দিন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

আজ ৪৭ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার খুররম শাহজাদ। একটি উইকেট নেন সাইম আইয়ুব, মোহাম্মদ আলি ও নাসিম শাহ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭/০) ৯২ ওভারে ৩১৬/৫ (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, আইয়ুব ৫-১-২৩-১)। এনটিভি