দীর্ঘ ১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়ের খরা কাটিয়েছে শ্রীলঙ্কা। ওভাল টেস্টের ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে লঙ্কানরা। এই ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল লঙ্কানরা। এই জয়ের অন্যতম নায়ক পাথুম নিশাঙ্কা।
দ্বিতীয় ইনিংসের অপরাজিত ১২৭ রানের আগে প্রথম ইনিংসে করেছেন ৬৪ রান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কারও। এবার আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন তিনি।
বুধবার (১১ সেপ্টেম্বর) আইসিসির সাপ্তাহিক প্রকাশিত র্যাঙ্কিং থেকে এসব তথ্য উঠে এসেছে।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৪২ ধাপ উন্নতি হয়েছে নিশাঙ্কার। ৩৯ নম্বরে জায়গা পাওয়া শ্রীলঙ্কান ওপেনার ক্যারিয়ারসেরা ৫৬৮ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তার মতো ক্যারিয়ারসেরা রেটিং পেয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২৬৭ রান করা মেন্ডিস ৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে আছেন। তার ক্যারিয়ারসেরা রেটিং ৬৬৪। আরটিভি নিউজ।