টেস্ট ক্রিকেটে ভারতের আধিপত্য কারও অজানা নয়। তার ওপর ঘরের মাঠে তারা কতটা শক্তিশালী সেটাও সবার জানা। সেই দলটির বিপক্ষেই চেন্নাইতে পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক নম্বর দলের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার সাদা পোশাকের লড়াইয়ে নামবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামার চ্যালেঞ্জকে সামনে রেখে লাল বলের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।
মূল লড়াই শুরুর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে লড়াই নিয়ে নিজের মতামত জানিয়ে বাংলাদেশ কোচ বলেছেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে (টেস্ট) খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। যেমন—ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা। এখনকার দিনে ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সেরাদের বিপক্ষে খেলা সব সময় আপনাকে এই অনুভূতি দেয় যে, আপনি একজন ক্রীড়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন। আমরা এখন সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে।’
বাংলাদেশ-ভারত সিরিজটি নিয়ে কেবল বাংলাদেশি দর্শকের মধ্যে নয়, তুমুল আগ্রহ ভারতীয় সমর্থকদের মধ্যে। এর আগেও ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। এতটা সম্ভাবনা ও আত্মবিশ্বাস সঙ্গী ছিল না। পাকিস্তানকে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। যদিও, ভারতের মাটিতে পরীক্ষা যে কঠিন হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। এই পরীক্ষাতে পাস করার লক্ষ্যেই ১৯ সেপ্টেম্বর মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা।
এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট শেষ হওয়ার পর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে। এরপর বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। এনটিভি নিউজ।