News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

হতাশ করলেন মুশফিক-মুমিনুল, চেন্নাইয়ে চোখ রাঙাচ্ছে পরাজয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-21, 6:20pm

reyeryert-7d27dc4b9b09cf2317168c1e84a840d31726921258.jpg




পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত খেলতে চায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে যেটা প্রায় অসম্ভব মনে হচ্ছে। সময়ের হিসেবে বাকি দুইদিন। জয়ের জন্য বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। এখনও প্রয়োজন ৩৫৭ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে ৫১৫ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে ৩৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৮ রান তোলে বাংলাদেশ। তৃতীয় দিনশেষে ক্রিজে আছেন দুই ব্যাটার সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। সাকিব ৮ রানে ও ৫১ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত।

৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়। সাদমান ইসলাম ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলেন। এ নিয়ে টেস্টে দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি পেলেন সাদমান–জাকির। তাদের ব্যাটে ভর করে চা বিরতিতে বাংলাদেশ গেছে বিনা উইকেটে ৫৬ রান তুলে। তবে চা বিরতির পর ইনিংস বেশিদূর টেনে নিতে পারলেন না জাকির। বুমরাহর আঘাতে ভাঙল তার সঙ্গে সাদমান ইসলামের ৬২ রানের উদ্ধোধনী জুটি।

জাকিরের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানও। দলীয় ৮৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের।  অশ্বিনের করা ২২তম ওভারের তৃতীয় বলটি লিডিং এজ হয়ে শর্ট মিডউইকেটে থাকা শুভমান গিলের তালুবন্দি হয়। ৬৮ বল খেলে ৩টি চারে ৩৫ রান করে ফেরেন সাদমান।

সাদমান আউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল হক। ব্যাটিংবান্ধব হয়ে ওঠা উইকেটে তিনি ভালো কিছু করবেন সেটা ভেবে হয়তো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তাদের হতাশ করে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এরপর অহেতুক শট খেলে ফেরেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

৩৪তম ওভারে করা অশ্বিনের চতুর্থ বলে ডাউন দ্য উইকেটে এসে ঝুঁকি নিয়ে মিড অফ দিয়ে শট খেললেন। সেখান থাকা লোকেশ রাহুল ডাইভ দিয়ে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করলেন। আম্পায়ার চেক করে দেখলেন মুশফিকের ক্যাচটি মাটিতে পড়ার আগেই লুফে নিয়েছেন রাহুল। ১১ বল খেলে ১টি চার ও ১ ছক্কায় ১৩ রান করে অশ্বিনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক।

এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক শান্ত। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে করেছিলেন টেস্ট ফিফটি। অবশেষে আজ ভারতের বিপক্ষে চীপক টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেলেন শান্ত। ৫৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ফিফটি স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে আলোকস্বল্পতায় ১০ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে, রিশাভ পন্থ ও শুভমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। শুভমান সর্বোচ্চ ১১৯ ও পন্থ ১০৯ রান করেন। এনটিভি নিউজ