বাংলাদেশ-স্কটল্যান্ড নারী দল ম্যাচ। ছবি : আইসিসি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশেই। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সেই আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্টিত হচ্ছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই করছে নিগাররা। আগে ব্যাটিংয়ে নেমে স্কটিশদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি।
আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাথী রানী ও মুরশিদা খাতুন মিলে ভালো শুরু করেন। এই জুটিতে যোগ হয় ২৬ রান। এরপর দলীয় ২৬ রানের মাথায় ব্রেইসের বলে তুলে মারতে গিয়ে ফ্রেসারের হাতে ধরা পড়েন মুরশিদা। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ১২ রান।
মুরশিদার বিদায়ের পর সোবহানা মোস্তারিকে নিয়ে দারুণ জুটি গড়েন সাথী। এই দুইজনের সাবলীল ব্যাটিংয়ে লড়াকু স্কোরের ভিত পায় বাংলাদেশ। দলীয় ৬৮ রানের মাথায় ফ্রেসারের বলে হোরলেই এর হাতে ক্যাচ তুলে ফেরেন সাথী। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ২৯ রান। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে খুব বেশিদূর যেতে পারেননি সোবহানা। দলীয় ৮৬ রানের মাথায় বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে আউট হন। সাজঘরে ফেরার আগে করেন ৩৮ বলে ৩৬ রান। এরপর বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দেন।