News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

লিটনকে ছাড়া আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, শান্তই অধিনায়ক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-11-02, 7:05am

9266d575959387bd1906d35e71e543df46214ef0839f4157-4817453e82a8b91272a2d42d92174cd61730509535.jpg




সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (২ নভেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অসুস্থতার জন্য এই সিরিজের দলে নেই লিটন কুমার দাস।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের মাঝপথে অসুস্থ হন লিটন, যে কারণে তিনি চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন শান্ত। আশা পূরণ হয়নি বাঁহাতি ব্যাটারের, আফগানিস্তান সিরিজেও বিসিবি তাকে দায়িত্ব দিয়েছে।

নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। গত মার্চে সাদা পোশাকে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখাচ্ছেন তিনি। চাপাই পেসার নিয়মিত ১৪০ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। ৫ টেস্টে তার শিকার ১৪ উইকেট।

গত মার্চে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজের দলে যারা ছিলেন, লিটন ছাড়াও তাদের মধ্যে থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ওই সিরিজে প্রথম দুই ম্যাচের দলে ছিলেন তানজিম হাসান সাকিব। তিনিও বাদ পড়েছেন। এর সুবাদে প্রায় এক বছর পর ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। গত বছরের নভেম্বরে শেষ বার ওয়ানডে জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। অন্য দুজন হলেন- জাকের আলী অনিক ও নাহিদ রানা।

শারজাহ স্টেডিয়ামে ৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজ। ৯ ও ১১ নভেম্বর পরের দুটি ম্যাচও এই ভেন্যুতে।

বাংলাদেশ স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। সংবাদ সংবাদ।