News update
  • Dhaka growing too fast leaving children behind      |     
  • Govt primary schools in Feni in crisis for student shortage     |     
  • Gaza: 57 children reported dead from malnutrition, says WHO     |     
  • Excess salt in processed foods fueling rise in Diseases: Experts     |     
  • DNCC to Recruit Vaccinators to Boost Urban Immunisation     |     

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-11-11, 5:08pm

soumya-d7812b94b1962436cd28c7b5004e059e1731323292.jpg




দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ৮ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলে ৫০ রান। তবে, এরপরই ছন্দপতন। দলীয় ৫৩ রানের মাথায় শুরুতে সৌম্য ও পরবর্তীতে বিদায় নেন তানজিদ তামিম। সৌম্য ২৩ ও তানজিদের ব্যাট থেকে আসে ১৯ রান। ক্রিজে আছেন অধিনায়ক মিরাজ ও জাকির হাসান।

দারুণ শুরুর পর সাজঘরে সৌম্য

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। গত ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটারকে না পাওয়াটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ বটে। তবে, দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু করেবাংলাদেশ। তবে, ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তোলা বাংলাদেশ নবম ওভারেই প্রথম উইকেট হারায়। ফজল হক ফারুকীর বলে ইনসাইড এজ ফেরেন সাজঘরে। ২৪ বলে ২৩ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের ওপেনিং জুটি।

সাবধানী শুরু বাংলাদেশের 

ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটাও ছিল হতাশাজনক। তবে, শান্ত-নাসুমদের কল্যাণে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তুলে নেয় দাপুটে জয়। যার ফলে সিরিজের তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ব্যাট হাতে সাবধানী শুরু করেছেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩৫ রান তুলেছে সফরকারীরা।

নাহিদের অভিষেক, শান্তর জায়গায় একাদশে জাকির

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ব্যবধান ১-১। আজ যারা জিতবে, সিরিজ তাদের। এমন ম্যাচে শান্তর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার জাকির হাসান। একাদশে কেবল একটিই পরিবর্তন নয়। গত ম্যাচে বাংলাদেশ জিতলেও শান্তর জন্য এমনিতেই ভাঙতে হয়েছে উইনিং কম্বিনেশন। এছাড়া, এসেছে আরেকটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘আগের ম্যাচে আগে ব্যাটিং কাজে দিয়েছে। আজও আমরা চাইব ভালো সংগ্রহ করতে। দুর্ভাগ্যবশত শান্ত নেই। তবে, আমাদের এগিয়ে যেতে হবে। জিতলেই সিরিজ নিশ্চিত। দুদলের সামনে অভিন্ন সমীকরণ। আফগানিস্তান চাইবে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার সিরিজ হারাতে। বাংলাদেশের সামনে ঘরের মাঠে গত বছর সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ।

প্রথমবার বাংলাদেশ দলের হয়ে টস করতে নেমে কয়েনভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। প্রথম দুই ম্যাচের ধারা অব্যাহত রেখে আগে ব্যাট করে ভালো লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার পরিকল্পনার কথা বলেছেন মিরাজ। আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, এই মাঠে রান তাড়া কিছুটা কঠিন হলেও চেষ্টা করবেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।