গত ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠেছিল গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরের।
শনিবার (৭ ডিসেম্বর) রংপুর রাইডার্স এবং ভিক্টোরিয়ার শিরোপার লড়াই দিয়ে পর্দা নেমেছে এই আসরের। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।
নিজেদের এই অর্জনকে গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচ শেষে এই ঘোষণা দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
তিনি বলেন, আমাদের দেশে জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মারা গেছেন। এই জয় আমি তাদেরকে উৎসর্গ করতে চাই।
এদিন ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ থেকে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের পরিবর্তে এই আসরে অংশ নিয়েছিল রংপুর রাইডার্স। আরটিভি