News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-21, 7:30am

img_20241221_072751-f699439de2699a2872105e7cd00fb93e1734744637.jpg




সফরের শুরুটা হয়েছিল লাল বলের খেলা দিয়ে, টেস্ট সিরিজে ড্র নিয়ে। মাঝে ওয়ানডেতে তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেই দলই কিনা মারদাঙ্গা ক্যারিবীয়দের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেল। তিন ম্যাচের এই সিরিজে শুক্রবার (২০ ডিসেম্বর) প্রথমবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ধবলধোলাই করেছে। আর এই জয়ে সিরিজে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন তাসকিন-মেহেদীরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ ডিসেম্বর ৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে লিটন দাসের দল। সেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে ৮০ রানের বড় জয় নিয়ে প্রথমবারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল টাইগাররা। এদিন সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রান তাড়ায় নেমে ১৬.৪ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এরফলে তিনটি ম্যাচেই বাংলাদেশ ক্যারিবীয়দের অলআউট করে। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটে তিন ম্যাচের সিরিজে প্রথমবার ৩০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর কোনো দলেরই সেই নজির নেই। গত মাসে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সর্বোচ্চ ২৯ উইকেট নিয়েছিল। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজে ২৮ উইকেট নেওয়ার নজির রয়েছে আটটি। উইন্ডিজদের বিপক্ষে শতভাগ উইকেট নিয়ে প্রথম এই বিশ্বরেকর্ডে নিজেদের নাম তুলল বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২২টি উইকেট নিতে পেরেছিল তিনবার। প্রথমবার আয়ারল্যান্ড সফরে ২০১২ সালে, এরপর ঘরের মাঠেই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষেও ২০২৩ সালে ঘরের মাঠে ২২ উইকেট নেয় টাইগাররা। আজকের আগপর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে কোনো দলেরই প্রতিপক্ষের শতভাগ উইকেট নেওয়ার কীর্তি ছিল না।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবার তিনটি টি-টোয়েন্টিতেই জয়ের অন্যতম কৃতিত্ব রয়েছে বাংলাদেশি বোলারদের। এই সিরিজে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায়ও টাইগারদেরই অবস্থান শীর্ষে। ৩ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। এ ছাড়া পেসার তাসকিন আহমেদ ৭ এবং লেগস্পিনার রিশাদ হোসেন ৬ উইকেট শিকার করেছেন।

আরটিভি