বিপিএলের এবারের আসরের শুরু থেকেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস। কারণ, দলটির মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এই চিত্রনায়কের বিপিএল যাত্রাটা ভালো হয়নি। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তার দল। চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরে ঢাকা ক্যাপিটালস।
এতে টানা পঞ্চম জয় তুলে নিয়েছেন বসুন্ধরা গ্রুপের দলটি। সেই সঙ্গে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে এক দিয়ে রেখেছে সোহান-সাইফউদ্দিনরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুরকে ১১২ রানের সহজ দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে ৪০ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৫ রান করে সাজঘরে ফেরেন আজিজুল হক তামিম। টানা তিন ম্যাচে ব্যর্থ হলেন এই তরুণ ক্রিকেটার। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন আগের ম্যাচে সেঞ্চুরি করা হেলস।
তবে ফিফটি তুলতে পারেননি এই ইংলিশ ব্যাটার। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। এ দিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ইফতেখারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন খুশদিল শাহ।
শেষ পর্যন্ত ইফতেখারের ৯ রান এবং খুশদিল শাহর ১৩ বলের অপরাজিত ২৭ রানে ভর করে ৪০ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি ঢাকার দুই ওপেনার। ১২ বলে ১৪ রান করে হাবিবুর রহমান সোহান আউট হলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন জেসন রয়।
তিনে ব্যাট করতে নেমে ১৬ বলে ২০ রান করে তানজিদ তামিম আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাব্বির রহমান (২), থিসারা পেরেরা (০), লিটন কুমার দাস (৯), মোসাদ্দেক হোসেন (১২) ও খালি হাতে ফেরেন আমির হামজা।
শেষ দিকে আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান এবং ১ রান করে মোস্তাফিজ আউট হলে ২১ বল হাতে থাকতে ১১১ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। আরটিভি