News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

চ্যাম্পিয়নস ট্রফি জয়ীদের ‘আইকনিক ব্লেজার’ উপহার দেবে পিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-16, 1:09pm

retewrwerw-8cd0752677f52f157638f6c9e95a545e1737011382.jpg




আর মাত্র এক মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। তার আগেই নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের জন্য আইকনিক ব্লেজার উপহার দেওয়ার সিধান্ত নিয়েছে তারা।

বৈশ্বিক এইকে আসর সামনে রেখে ‘সাদা জ্যাকেট’ বা ব্লেজার উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিকমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বিশেষ পোশাকটি প্রকাশ করেন ওয়াসিম আকরাম।

এ সময় পাকিস্তানি কিংবদন্তি বলেন, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবচেয়ে সেরাদের প্রতিনিধিত্ব করছে। এই জ্যাকেট বিজয়ের সর্বোচ্চ মর্যাদা বহন করে। টুর্নামেন্ট জয়ের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল নির্বাচিত হবে, প্রতিটি ম্যাচ হবে তুমুল উত্তেজনাপূর্ণ, যেখানে কারও বিশ্রামের ফুরসত মিলবে না। পোশাকটি চ্যাম্পিয়নদের অবিরাম পারফরম্যান্স এবং অর্জিত সম্মানের স্মারক।

অর্থাৎ টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নদের গায়ে উঠবে বিশেষ এই পোশাক। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বিশেষ জ্যাকেট প্রকাশের ভিডিও’র শিরোনাম ছিল ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’।

এর আগে, বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে আরবের ঐতিহ্যবাহী পোশাক উপহার দিয়েছিল আয়োজক কাতার। এবার তেমনটিই করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয় ভিডিওতে। এরই সঙ্গে আকরাম বলতে থাকেন, ‘যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।’

এই ভিডিওতে ইমরান খানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান শিরোপা উদযাপনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে।