দুর্বার রাজশাহীর অবস্থা এবারের বিপিএলে নাজুক। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে তারা। প্লে অফে জায়গা করাটাও প্রায় অসম্ভব তাদের জন্য। কিন্তু রাজশাহীর পেসার তাসকিন আহেমদ আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত চলতি আসরের শীর্ষ উইকেটশিকারি তিনি। শুধু তাই নয়, তাসকিনের সামনে সুযোগ থাকছে বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ারও। তা করতে পারলে তাসকিন পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে।
এখন পর্যন্ত বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তবে চলমান বিপিএলে তাসকিনের উইকেট সংখ্যা ২০। তাও আবার মাত্র ৯ ম্যাচে।
রাজশাহী যদি গ্রুপ পর্ব থেকেও বিদায় নেয়, তবুও তাসকিনের সামনে আছে ৩ ম্যাচ। আর এই ৩ ম্যাচে ৪ উইকেট পেলেই ইতিহাস গড়বেন টাইগার এই পেসার।
বিপিএলের ইতিহাসে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার কেভন কুপার। ক্যারিবীয় এই পেসার ২০১৫-১৬ মৌসুমে ২২ উইকেট পেয়েছিলেন। তাসকিনও ২৯১৮-১৯ মৌসুমে সিলেটের হয়ে ২২ উইকেট পেয়েছিলেন। তবে এবার তার সুযোগ থাকছে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আবারও মাঠে নামবে তাসকিনের রাজশাহী। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত চলতি আসরে না হারা দল রংপুর রাইডার্স।