News update
  • Israel, Gaza Celebrate Ceasefire; Hostages May Go Free     |     
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     
  • July Charter final recommendations Oct 15: Consensus Com     |     
  • UN to cut 25% of its global peacekeeping force for US funding strains     |     
  • Thakurgaon farmers happy as canal revives farmlands     |     

পাস করলেন সাকিব, বল করতে আর বাধা নেই

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-20, 6:56am

38d0a25dfc5e4aaf828e8600998b08198b024c629268d996-9dfc85d4edd892c23ddbcfd72996ab911742432188.jpg




ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সবধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই। সময়