News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

দ্রুততম ওয়ানডে ফিফটির বিশ্ব রেকর্ডে নাম তুললেন ফোর্ডে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-24, 6:58am

03b7d3551eeb0af3708e1ab80d7a2193d611cc2653955335-7f579ff0be5fb171858ede5f01e566de1748048293.jpg




এবি ডি ভিলিয়ার্স দুনিয়ার সেরা মারকুটে ব্যাটারদের একজন- ব্যাপারটা কে না জানে! এক দশক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডেতে তাণ্ডব চালিয়েছিলেন। জোহানেসবার্গে সেদিন মাত্র ৪৪ বলে ১৪৯ রানের ধ্বংসলীলার ইনিংস খেলার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

১৯ বছর আগের সনাৎ জয়াসুরিয়ার করা ১৭ বলের রেকর্ড ভেঙে ২০১৫ সালে ডি ভিলিয়ার্সেরটিই হয়ে যায় ওয়ানডের দ্রততম ফিফটি। আজ সেই রেকর্ডে নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডে, যিনি কি না মূলত একজন বোলার। বোলার হওয়ায় বেড়ে যাচ্ছে ফোর্ডের রেকর্ডের গুরুত্ব।

ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজ আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই ১৬ বলে ফিফটি করেছেন ফোর্ডে। ১৯ বলে ২ চার ও ৮ ছয়ে ৫৮ রান করে থামেন তিনি, স্ট্রাইকরেট ৩০৫.২৬। এবি ডি ভিলিয়ার্সও সেদিন তিনশর বেশি স্ট্রাইকে ১৪৯ রান করেছিলেন। সময়।