News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

দায়িত্ব পেয়েই আশার কথা শুনালেন মিরাজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-13, 1:41pm

22a33572ba83f9623cb17c08c080d41f4c337e705a15ff27-c90692c85be5f1f7c1c435182f321d0a1749800492.jpg




নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বৃহস্পতিবার (১২ জুন) ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আগামী ১ বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে টাইগার এই অলরাউন্ডারকে। দায়িত্ব নিয়েই আশার কথা শোনালেন মিরাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে শুক্রবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তবে মিরাজ চেয়েছিলেন আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'অনেক অধিনায়কের অধীনে খেলেছি। তাদের কাছ থেকে অনেককিছু শিখেছি। এখন তা কাজে লাগাতে পারবো। এখন রেসপনসেবলিটি নেয়ার সময় এসেছে। সবাইকে নিয়ে ভালো করার চেষ্টা করবো।' 

মিরাজ আরও বলেন, 'অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে ঠিকই। হঠাৎ দায়িত্ব পাওয়ায় কিছুটা খারাপ সময় গেছে। অল্প সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় ভালো কিছু করার থাকে না। এখন লম্বা সময়ের জন্য পেয়েছি ভালো পরিকল্পনা করতে পারবো। বিশ্বকাপ (২০২৭ ওয়ানডে) পর্যন্ত হলে আরও ভালো হতো। তবে বোর্ড যেভাবে চিন্তা করে। এক বছর বোর্ড দেখতে চায়। তাই হয়তো এক বছর সময় দিয়েছেন। এই এক বছরে সব সেট করে নেয়া যাবে।'

এদিকে শান্তকে সরিয়ে মিরাজকে অধিনায়ক করায় ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিসিবি সভাপতি। শান্তর সঙ্গে কথা বলেই মিরাজকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।