News update
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     

আবারও ব্যর্থ বিজয়, চার ইনিংসে মোটে ২৩ রান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-27, 5:29pm

d7f7efa188d5d57b0bbbdf85e95c5b6e8b9350882a21bd42-d48566ee10ce743e117d0c0b3b666beb1751023740.jpg




কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন এনামুল হক বিজয়। তবে এবারও আলো ছড়াতে পারেননি তিনি।

অসিথা ফার্নান্দোর করা সপ্তম ওভারের পঞ্চম বলটি ছিল খাটো লেংথের। এনামুল পুল করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরলেন এ ওপেনার। ১৯ বলে ১৯ রান করে থামল তার ইনিংস।

এর আগে গল টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হয়েছিলেন। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে তার ব্যাট থেকে আসল মোটে ২৩ রান।

বিজয়ের আউটের পর চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। দলের সংগ্রহ ৬.৫ ওভারে ৩১ রান। ২২ বলে ১২ রানে অপরাজিত সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিতে চা বিরতির পর ক্রিজে আসলেন মুমিনুল হক। লাল সবুজরা এখনো পিছিয়ে আছে ১৮০ রানে। তাদের সামনে চ্যালেঞ্জ এ রান পেছলে ফেলে স্বাগতিকদের লক্ষ্য ছুড়ে দেওয়া। 

২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শান্তদের ২৪৭ রানের জবাবে ৪৫৮ রান করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। এছাড়া দিনেশ চান্দিমাল ৯৩ আর কুশল মেন্ডিস ৮৪ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৩ উইকেট নিজের পকেটে পুরেছেন নাঈম হাসান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আড়াইশ’র আগেই গুটিয়ে গিয়েছিল শান্ত বাহিনী। কোনো ব্যাটারই ফিফটি হাঁকাতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার সাদমান ইসলাম। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছিলেন অসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা।