News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-06-27, 5:26pm

d06b58587e5099016371aba09427eff6735ca86c650aa988-053363aefca506f9f620662af44647bb1751023577.jpg




মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি।

খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার পুলিশ একটি বিদেশি জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদন মতে, ‘চরমপন্থি বিশ্বাস ও সহিংস মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি উগ্রপন্থি আন্দোলনে সরাসরি জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে’।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, সেলাঙ্গর ও জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া তিন-পর্যায়ের নিরাপত্তা অভিযানে এই গ্রেফতার সম্পন্ন হয়েছে।