News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

শরিফুলের তোপে ২৫ রানে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-13, 10:20pm

a14f721756792d4730a1da60d985e108a8f663b9fc7d95f2-eb2b070a12a39206a239287da5deebd81752423620.jpg




শামীম পাটোয়ারীর দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হয়ে ফিরলেন ডেঞ্জারম্যান কুশল মেন্ডিস। এরপর জ্বলে উঠলেন শরিফুল ইসলামও। এই বাঁহাতির অফস্টাম্পের বাইরে লেন্থ ডেলিভারি আলতো করে পয়েন্টের দিকে ঠেলে দিয়েছিলেন কুশল পেরেরা। ৩০ গজ সার্কেলের সীমানায় উচ্চতাকে কাজে লাগিয়ে বল তালুবন্দী করলেন রিশাদ। এরপর আভিস্কা ফার্নান্দোকেও বিদায় করলেন এই বাঁহাতি। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা।

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন শরিফুল ইসলাম। ফিরিয়েছেন কুশল পেরেরা ও আভিস্কা ফার্নান্দোকে। তার আগে দ্বিতীয় ওভারে ডেঞ্জারম্যান কুশল মেন্ডিসকে রানআউট করেন শামীম পাটোয়ারী। তাতে ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।  

লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কা সাইফউদ্দিনের করা দ্বিতীয় ওভারে ১১ রান তোলে। কিন্তু ওভারের পঞ্চম বলে পয়েন্টে শট খেলে রান নিতে দৌড় দেন মেন্ডিস। দ্রুত বল ধরে ডিরেক্ট থ্রোয়ে স্টাম্প ভাঙেন শামীম পাটোয়ারী।  ৫ বলে ২য়ারে ৮ রান করে বিদায় নেন মেন্ডিস।

পরের ওভারে জ্বলে ওঠেন শরিফুল। অফস্টাম্পের বাইরের বল পুশ করতে গিয়ে পয়েন্টে রিশাদের হাতে ধরা পড়েন কুশল পেরেরা। রানের খাতা খুলতে পারেননি তিনি। এক ওভার পর বোলিংয়ে এসে ওভারের প্রথম বলেই আভিস্কাকে ফেরান এই বাঁহাতি। এবার স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ নেন শামীম।