News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টির পরিসংখ্যান কী বলছে?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-20, 10:21am

5d9248844f10ee410ec0e5fb43cbd0d033f1496f97aba551-faa8c7cb006300948fb269485d55da4e1752985270.jpg




সাড়ে তিন বছর পর আবারও মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তবে, পরিসংখ্যানে মেন ইন গ্রিনদের চেয়ে বেশ পিছিয়ে টাইগাররা। শর্টার ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২২ বারের দেখায় মাত্র তিন জয় পেয়েছে লাল-সবুজ। এই তিন জয়ের মধ্যে ২টিই মিরপুরে। যদিও দলের সাম্প্রতিক পারফরম্যান্স বড় স্বপ্ন দেখাচ্ছে লিটনদের।

সাড়ে তিন বছর পর ঘরের মাঠে প্রতিপক্ষ পাকিস্তান। হোম কিংবা অ্যাওয়ে, যাদের বিপক্ষে বাংলাদেশের কেবল হারেরই গল্প। তবে, শ্রীলঙ্কার মাটিতে গড়া ইতিহাস দেখাচ্ছে বড় স্বপ্ন। অতীতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার নতুন শুরুর অপেক্ষায় লিটনের দল।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান বরাবরই বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। শর্টার ফরম্যাটে ২০০৭ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলো দু'দল। সে ম্যাচে আশরাফুলের দল হেরেছিলো ৩০ রানে। এরপর আরও ২১ বার দেখা হয় দু'দলের। যেখানে মেন ইন গ্রিনদেরই জয় ১৮টিতে। ঘরের মাঠেও সবশেষ সিরিজেও বাংলাদেশেকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিলো ২০১৫ সালে, মিরপুরের হোম অব ক্রিকেটে। এ মাঠেই এর এক বছর বাদে এশিয়া কাপে দ্বিতীয় জয়ের দেখা। আর ২০২৩ সালের এশিয়ান গেমসে পায় তৃতীয় জয়।

বাংলাদেশে মোট ৭টি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। সবশেষ ২০২১ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছিলো মেন ইন গ্রিন। তবে, বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখাচ্ছে আশার আলো। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের আগে এই ফরম্যাটে পাকিস্তানও ছিলো হারের বৃত্তে। নিউজিল্যান্ড সফরে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকাতেও সঙ্গী হয়েছে ২-০ ব্যবধানের হার।

প্রায় ১৪ মাস পর দেশের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। গেলো বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো টাইগাররা। জয় পেয়েছে ৪-১ ব্যবধানে।

এশিয়া কাপের আগে এই সিরিজ দু'দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। তবে, দু'দলেরই চিন্তা মিরপুরের বৈচিত্র্যময় উইকেট। একেতো বৃষ্টি, তার ওপর দীর্ঘদিন খেলা নেই মিরপুরে। ম্যাচে টস হতে পারে বড় ফ্যাক্টর। যে দলে জিতেবে ফিল্ডিংটাই করতে চাইবে আগে। এখন পর্যন্ত মিরপুরের ৬৩ ম্যাচের মধ্যে ৩২টি জয় পেয়েছে পরে ব্যাট করা দল।

এদিকে, এ সিরিজে মিরপুরে সাকিবের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৫ উইকেট মাইলফলক টপকানোর সুযোগ থাকবে মোস্তাফিজের সামনে। হোম অব ক্রিকেটে কাটার মাস্টারের উইকেট এখন ৪৩টি।