প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্যারিয়ার আর সামনে এগোবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বিদেশি লিগগুলোতে নিয়মিতই খেলছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সিপিএলে অংশ নিতে বর্তমানে তিনি আছেন ওয়েস্ট ইন্ডিজে।
অ্যান্টিগা থেকে প্রকাশিত এক ভিডিওতে সাকিব বলেন, এখানে ফিরতে পেরে দারুণ লাগছে। অ্যান্টিগা দলে যোগ দিতে পেরে আমি খুব রোমাঞ্চিত। সিপিএলে খেলার জন্য মুখিয়ে আছি। এর আগে আমি কয়েকটি দলে খেলেছি, এবার আশা করছি আমার জন্য আরেকটি সফল মৌসুম হবে।
প্রথমবারের মতো অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের জার্সি গায়ে খেলতে নামবেন সাকিব। দলের শক্তি নিয়ে তিনি বলেন, আমাদের স্কোয়াড খুবই ভারসাম্যপূর্ণ। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও পরিবেশ দারুণ। পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো ব্যক্তিত্বদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা বিশেষ অনুভূতি। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ আছে দলে, যা আমাদের জন্য বড় সুবিধা হবে।
এ ছাড়াও কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছেন সাকিব। এই বিষয়ে সাকিব বলেন, ক্যারিবিয়ান ক্রিকেট মানেই অনেক মহান খেলোয়াড়। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের অন্যতম। তার নামে মাঠে খেলা বিশেষ অনুভূতি। আশা করছি, তিনি আমাদের ড্রেসিংরুমে আসবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার (১৫ আগস্ট) শুরু হবে সিপিএলের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।আরটিভি