News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

তামিমের সঙ্গে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-01, 2:17pm

91f28ef0a83151294ae11cff3fa1cfb068b4c4863450f650-e0fc08dca5b475e34873f433e69aeebd1759306673.jpg




শেষ হয়েও যেন হলো না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, অবশেষে সেটাই সত্যি হলো বুধবার সকালে। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, তার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও ১৪ জন।

ছুটির দিন, রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়ন পত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি-২ থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি-১ এর জেলা-বিভাগ এবং ক্যাটাগরি-৩ এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। 

অবশেষে দুই ঘন্টা পর তফশিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম। জানালেন, সরে যাওয়ার কারণ। তার কথা স্পষ্ট, এমন নোংরামির সঙ্গে থাকতে চান না তিনি। 

‘এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখানে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে বিভিন্ন সময়ে অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে (দিন শেষে) আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবেই পাঠ রাখতে পারবো না। আর সেকেন্ডলি আমি একটা জিনিস আমি সবসময় বলছি, ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটাররা এটা ডিজার্ভ করে না, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও এটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না। বাট এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে।’ 

এখন পর্যন্ত ১২ ক্লাবসহ ১৫ জন সরে গেছেন নির্বাচন থেকে। কিন্ত, সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না।

তবে, অন্যরা না আসলেও, তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মীর্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইস্রাফিল খসরু, বরকতউল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাঈদ ইব্রাহীম। 

বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করলেন যারা-

১.তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস) ২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র) ৩. মাসুদুজ্জামান (মোহামেডান) ৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স) ৫. মির হেলাল (চট্টগাম জেলা) ৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি) ৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স) ৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ) ৯. তৌহিদ তারেক (পাবনা) ১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর) ১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) ১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং) ১৩. ফাহিম সিনহা (সুর্যতরুণ) ১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস) ১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)