News update
  • CSOs Call for a Pause in Genetically Engineered Wildlife Release     |     
  • Shahidul Alam flies to Turkey from Israel captivity     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Friday morning      |     
  • Nobel Peace Prize Looms as Trump’s Hopes Fade     |     
  • Gaza Ceasefire Deal: UN and Partners Ready to Act Immediately     |     

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-10, 6:12pm

dtretertete-83327c37c3279888603b71bb78c5f1b51760098351.jpg




আগামী ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজে কাজ করবেন বিদেশি তিন জন ম্যাচ অফিসিয়াল। যাদের একজন ম্যাচ রেফারি এবং বাকি দু’জন আম্পায়ার। তাদের সঙ্গী হবেন বাংলাদেশের পাঁচজন আম্পায়ার, যেখানে আছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও।

সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ে দারুণ করছেন বাংলাদেশিরা। সৈকত তো জায়গা পেয়েছেন এলিট প্যানেলেই। মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেলরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত রাখছেন প্রতিভার স্বাক্ষর।

এই তিন বাংলাদেশি আম্পায়ারের সঙ্গে ক্যারিবীয় সিরিজে ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগ দেবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। আর তাদের সঙ্গী হবেন দুই বিদেশি আম্পায়ার ভারতের জয়ারমন মদনগোপাল ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। এছাড়া সিরিজের ছয়টি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন কসকার।

১৮ অক্টোবর প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিস গ্যাফানি ও তানভীর আহমেদ এবং ২৩ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মদনগোপাল ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।আরটিভি