
মিরপুরের হোম অব ক্রিকেটে আজও প্রথম ওভার থেকে বল টার্ন করছিল। তবে সাইফ হাসান ও সৌম্য সরকার এদিন ভিন্ন চেহারায়। কঠিন উইকেটে আক্রমণকেই বানালেন কৌশল। তাতেই বাজিমাত। অলিখিত ফাইনালে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ৮ ওভারের আগেই ৫০ পেরিয়েছে সাইফ-সৌম্যের জুটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৭৪ রান তুলেছে টাইগাররা।
এদিন শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছে বাংলাদেশ। পাওয়ারপ্লের ফিল্ডিং রেস্ট্রিকশন কাজে লাগিয়ে বাউন্ডারি খুঁজে নিচ্ছেন সাইফ-সৌম্য। তাতে বাংলাদেশের রান বাড়ছে তরতর করে।
অর্ধশতকের পথে ছুটছেন সৌম্য। ৩৯ বলে ৫ চার ও ২ ছক্কায় করেছেন ৪৪ রান। সাইফও মারমুখি। ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেছেন ২৮ রান।
নবম ওভারের শেষ বলে আউট হতে পারতেন সাইফ। তার পায়ে বল লাগলে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। বল পায়ে লাগার আগে লেগেছে ব্যাটে।