News update
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     

হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-31, 6:38pm

rterewrweq-eb6e484820845af681d2c667a2558e291761914282.jpg




টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার সম্মান রক্ষার লড়াইয়ে মাঠে নামল টাইগাররা। শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সিরিজে প্রথমবার টসে জেতার পর লিটন জানান, উইকেটের চরিত্র বিবেচনায় ব্যাট করাটাই ভালো সিদ্ধান্ত বলে মনে করেছেন তিনি। আগের দুই ম্যাচে হেরে এবার ধবলধোলাই এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল সিরিজ জয় নিশ্চিত করলেও টাইগারদের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিতে মরিয়া।

বাংলাদেশ একাদশে এসেছে চারটি পরিবর্তন। আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন।

এর মধ্যে নুরুল হাসান খেলেছিলেন সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে। আজকের ম্যাচে তিনিই হবেন দলের উইকেটরক্ষক।বাংলাদেশের লক্ষ্য এখন একটাই হোয়াইটওয়াশ এড়িয়ে সিরিজ শেষ করা সম্মানজনকভাবে।

সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজেও বদল এনেছে একাদশে। তারা তিন পরিবর্তন করেছে। অধিনায়ক শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জেইডন সিলসের বদলে আকিম অগুস্তে, আমির জঙ্গু ও গুদাকেশ মোতিকে নিয়েছে।

বাংলাদেশের একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ  পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ

ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, রোস্টন চেস (অধিনায়ক), আকিম অগুস্তে, আমির জঙ্গু, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও গুদাকেশ মোতি।