News update
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     

নারীদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রুবাবা দৌলা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-12, 2:59pm

435r3w543w5325-d8937bbceb90b68debc66ccc1b8c75691762937967.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্যে তিনি নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানান।

বিসিবির নতুন দায়িত্ব পেয়ে রুবাবা দৌলা বলেন, আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। খুবই সম্মানিত বোধ করছি যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা, সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, আজ আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি তা নয়, আমি একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে রুবাবা দৌলা স্পষ্ট করে জানান, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে বিসিবির অবস্থান হবে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। তার ভাষায়, আমি চাই নারী ক্রিকেটারদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

বিসিবির এই নতুন অধ্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও বিস্তৃত করতে চান রুবাবা দৌলা। পাশাপাশি নারী ক্রিকেটের বিকাশে অবকাঠামো ও পেশাদার মান বাড়ানোর দিকেও নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।আরটিভি