
সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রীতিমতো উড়ছে টাইগার ব্যাটাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৬৪ রান তুলেছে স্বাগতিকরা। যেখানে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম চার ব্যাটসম্যানেরই ফিফটি করার ঘটনা এবারই প্রথম বাংলাদেশের।
সিলেট ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এই দুই ব্যাটার তোলের ১৬৮ রান। ৮০ রানে সাদমান আউট হলেও সেঞ্চুরি তুলেন জয়।
তিনে ব্যাট করে ফিফটি তুলে নেন অভিজ্ঞ মুমিনুল হকও। সবশেষ চারে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।