News update
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     

বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেলেন রুবাবা দৌলা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-18, 9:53pm

ereqweqwe-15e7111a93aa6465bdc2e26cfa13b4ca1763481217.jpg




সম্প্রতি দেশের নারী ক্রিকেট নিয়ে চলছিল ব্যাপক বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখনও বোর্ডের পরিচালক হননি রুবাবা দৌলা। 

চলতি মাসের ৩ তারিখে দৌলাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় নারী বিভাগের দায়িত্ব পেলেন রুবাবা দৌলা। 

এতদিন বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন আবদুর রাজ্জাক। তাকে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে। 

এইচপির প্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তাকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। 

এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্বও পালন করছেন তিনি।