News update
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     

শততম টেস্টে মুশফিককে ক্যাপ পরিয়ে দিলেন বাশার-আকরাম, শান্তর আবেগঘন বক্তব্য

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-19, 11:13am

e06e325a8157aba66489049db02b8917a3bffa321e7d6a2f-59f56d8821e2da225a7b2b29476ff0541763529185.jpg




২০০৫ সালে লর্ডসে হাবিবুল বাশারের নেতৃত্বে নিজের অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন মুশফিকুর রহিম। সে ম্যাচে অধিনায়ক বাশারই অভিষেক টেস্টের ক্যাপ পরিয়েছিলেন মুশফিককে। বুধবার (১৯ নভেম্বর) শততম টেস্টের আগেও সেই বাশারের কাছ থেকে স্মারক ক্যাপ পেলেন মুশি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ। কম প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হলেও এই ম্যাচটিকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে৷ উদ্দেশ্য একটাই—মুশফিকুর রহিমের শততম টেস্ট। আর এমনটা হবেই না বা কেন, দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে যে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

মুশফিকের বিদায়ী টেস্ট হওয়ায় আজকের শুরুটা ছিল একটু ভিন্ন। টসের পরপরই মাঠে জড়ো হন বাংলাদেশ দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। উপস্থিত ছিলেন মুশফিকের বাবা-মা, স্ত্রী এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এছাড়াও মুশফিকের শততম টেস্টের ছোট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো আয়ারল্যান্ড দলও। প্রায় ১৫ মিনিটের একটি ভিন্নধর্মী আয়োজন ছিল সেখানে।

শততম টেস্ট উপলক্ষে মুশফিককে নিয়ে আবেগঘণ বক্তব্য দিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিককে নিজের এবং দেশের তরুণদের আদর্শ হিসেবে উল্লেখ করে শান্ত বলেন, 'অভিনন্দন, আপনার এবং আপনার পরিবারের জন্য অসাধারণ একটি অর্জন (শততম টেস্ট খেলা)। আপনার সঙ্গে খেলাটা সবসময় উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করতে চাইতাম এবং আপনার খেলা থেকে অনুপ্রেরণা পেতাম। আশা করি আপনি খেলা চালিয়ে যাবেন। সবাই আপনার জেদ এবং পরিশ্রমের কথা বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি দলের জন্য খেলেন, নিজের জন্য নয়। এটা আমাদের এবং যেসব তরুণরা টেস্ট ক্রিকেট খেলতে চায় তাদের জন্য অনুপ্রেরণার।'

শততম টেস্টের জন্য মুশফিককে ব্যাগি ক্যাপ তুলে দেন আকরাম খান। এসময় মুশফিককে একটি স্মারকও তুলে দেন আকরাম। আর শততম টেস্ট উপলক্ষে মুশিকে স্মারক ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার।

শততম টেস্ট উপলক্ষে দুটো জার্সি উপহার দেয়া হয়েছে মুশফিককে। একটি তার বর্তমান সতীর্থদের স্বাক্ষর সম্বলিত, অন্যটিতে ছিল তার প্রথম টেস্টের সতীর্থদের স্বাক্ষর। জার্সি দুটো মুশফিকের হাতে তুলে দিয়েছেন তার প্রথম টেস্ট অধিনায়ক বাশার এবং বর্তমান অধিনায়ক শান্ত।

এদিকে আবেগঘন মুহূর্তে নিজের বক্তব্যে মুশফিক বলেন, 'আমার পরিবার, স্ত্রী, সতীর্থ, বন্ধু এবং ভক্তরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা। আমি দলের জন্য নিজের সেরাটা দেব। আয়ারল্যান্ড দলকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য।'