
বিপিএলের আসন্ন ১২তম আসর সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই চট্টগ্রাম রয়েলস শিবিরে বড় পরিবর্তন ম্যানেজার ও মেন্টরের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাবিবুল বাশার সুমন। কয়েকদিন আগেই চট্টগ্রাম দলের ম্যানেজার ও মেন্টর হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই বিপিএলে থাকছেন না তিনি। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন মালিকানায় আসা চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে।
বাশারের সরে দাঁড়ানোয় কোচিং প্যানেলে বড় পরিবর্তন না এলেও নেতৃত্বে দায়িত্ব থাকবে মমিনুল হকের কাঁধে। তাকে সহায়তা করবেন নাজমুল হোসেন মিলন ও আশরাফুল ইসলাম জিকো।
এদিকে অন্য পাঁচটি দলও শেষ মুহূর্তে স্কোয়াড ও কোচিং লাইন-আপ চূড়ান্ত করছে।
.রংপুর রাইডার্স
প্রধান কোচ: মিকি আর্থার। সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং কোচ: শাহরিয়ার নাফিস
স্পিন কোচ: মোহাম্মদ রফিক
.রাজশাহী, প্রধান কোচ: হান্নান সরকার।
.ঢাকা ক্যাপিটালস, প্রধান কোচ: টবি রাদারফোর্ড।
.সিলেট স্ট্রাইকার্স, প্রধান কোচ: সোহেল ইসলাম
.নোয়াখালী, প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন।
বিপিএলের ১২তম আসরকে কেন্দ্র করে দলগুলো দ্রুত প্রস্তুতি সারছে। আসন্ন টুর্নামেন্টে নতুন মালিকানা, নতুন কোচিং স্টাফ ও দলবদলের কারণে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।