News update
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     
  • Jamaat and allies set to begin seat-sharing discussions from Tuesday     |     
  • ACC sues ex-minister Obaidul Quader, 13 more over illegal flat     |     
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, ডাক পেলেন কারা?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-12-09, 3:15pm

phij_taaskin_eephpi-508063a4da261b3a62ca4cc2e9815f871765271700.jpg




আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এর আগে ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার ড্রাফটের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। সেখান থেকে ৩৫০ জনের নাম চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত তালিকায় দেখা যায়, ড্রাফটে জায়গা পেয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার।

বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পেয়েছেন— মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল ও সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। সাত জনের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে শুধু মুস্তাফিজের। ফলে তার ভিত্তিমূল্য সবচেয়ে বেশি, ২ কোটি রুপি। শীর্ষ বিদেশি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে তাকে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতের এবং বাকি ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি আছেন ৩১ জন।

আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে বেশি অর্থ রয়েছে, যার পরিমাণ ৬৪.৩০ কোটি টাকা। একই সঙ্গে তাদের ১৩টি জায়গা পূরণ করতে হবে, যার মধ্যে ৬টি বিদেশি খেলোয়াড়ের জন্য সংরক্ষিত। পরের স্থানে আছে চেন্নাই সুপার কিংস, যাদের হাতে আছে ৪৩.৪০ কোটি টাকা। চেন্নাই কিনতে পারবে আরও ৯ জন ক্রিকেটারকে।